চসিক জেনারেল হাসপাতালে চলছে “ফ্রি মেডিকেল ক্যাম্প”

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও এআইএমএস হেলথ কেয়ার লিঃ ( অওগঝ ঐবধষঃয পধৎব খঃফ) এর যৌথ উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে “ফ্রি মেডিকেল ক্যাম্প”কার্যক্রম পরিচালিত হচ্ছে।তিনদিন ব্যাপি এ সেবা কার্যক্রম আগামী কাল বুধবার ও চলবে। ভারতের এআইএমএস হসপিটালের ৩জন চিকিৎসকের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। আগত চিকিৎসকরা হলেন কনসালটেন্ট নিউরো সার্জারী ডাঃ দিব্যেন্দু কুমার রায়, কনসালটেন্ট অনকো সার্জারী ডাঃ সুজয় কুমার বালা এবং হৃদরোগ বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান ডাঃ প্রফেসর উত্তম কুমার সাহা। চসিক জেনারেল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের সংবাদ নগরের লোকজনের মধ্যে জানাজানি হলে নগরবাসীর মাঝে ব্যাপক সাড়া পড়ে। এতে তারা সিটি মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । আজ মঙ্গলবার দুপুরে চসিক জেনারেল হাসপাতালে ৩দিন ব্যাপী “ফ্রি মেডিকেল ক্যাম্প” দেখতে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। পরিদর্শনকালে তিনি ভারত হতে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং ধন্যবাদ জানান। তিনি চিকিৎসা গ্রহণ করতে আসা নগরবাসীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং আগত বিশেষজ্ঞ চিকিৎসক গণের সাথে ভাল ব্যবহার করে অত্যন্ত শৃঙ্খলার মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করে সিটি কর্পোরেশনের সুনাম অক্ষুন্ন রাখার পরামর্শ দেন । আগত বিশেষজ্ঞ চিকিৎসকগণ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় নগরবাসীদেরকে চিকিৎসা সেবা প্রদানে সুযোগ করে দেওয়ায় সিটি মেয়রের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান। এসময় সিটি মেয়র ছাড়াও অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, সিনিয়র কনসালটেন্ট (গাইনি) ডাঃ প্রীতি বড়–য়া, এমও ইনচার্জ ডাঃ নাছিম ভূইঁয়া, ডাঃ আশিষ কুমার মুখার্জী, ডাঃ আরপি আসিফ খান, ডাঃ তৌহিদুল আনোয়ার, কনসালটেন্ট (শিশু) ডাঃ সুশান্ত বড়–য়া, জোনাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইমাম হোসেন রানা, ডাঃ তপন কুমার চক্রবর্তী, ডাঃ হাসান মুরাদ চৌধুরী, ডাঃ সুমন তালুকদার, ডাঃ মোঃ জসিম উদ্দীন, ডাঃ জুয়েল মহাজন, ডাঃ সাজিয়া আরেফিন, ডাঃ সুমাইয়া আহমেদ, ডাঃ তাসরিন রহমান, ডাঃ হোসনে আরা, ডাঃ নিবেদিতা পাল প্রমুখ। আগত চিকিৎসকবৃন্দ গত ০২ দিনে প্রায় ১৫০ এর অধিক জটিল রোগীদের চিকিৎসা সেবা ও পরামর্শ দেন।