মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত শ্রেণির চাহিদা অনুসারে ভবন নির্মাণ করুন : মেয়র

রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাত
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আমাদের দেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। এখানে মানুষের ঘনত্ব অনুসারে জমির সংকট রয়েছে। তাই ভবন নির্মাণের ক্ষেত্রে আবাসন ব্যবসায়ীদেরকে জমির সীমাবদ্ধতা অনুসারে সাশ্রয়ীমূল্যে মধ্যবিত্ত,নিম্নমধ্যবিত্ত শ্রেণির চাহিদা অনুসারে ঊর্ধ্বমুখি করে ভবন নির্মাণ করতে হবে। এতে করে কৃষি ও আবাদি জমি রক্ষা করে আবাসন সংকট নিরসন করা সম্ভব হবে বলে আমি মনে করি।
তিনি আজ মঙ্গলবার সকালে নগরীর টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী অফিসের মেয়র দপ্তরে রিয়েল এস্টেট হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিওনাল কমিটির সভাপতি আবদুল কৈয়ূম চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাত করতে এলে একথা বলেন। এসময় প্যানেল মেয়র মো.গিয়াস উদ্দিন,মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, রিহ্যাবের কো-চেয়ারম্যান মাহবুব সোবাহান জালাল তানভীর, সদস্য নাজিম উদ্দিন, মোর্শেদুল হাসান, আব্দুল গাফফার নিয়াজি, মিজানুর রহমান, শারিস্থ বিনতে নূর প্রমুখ উপস্থিত ছিলেন ।
মেয়র আরো বলেন,বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধির গুরুত্বতা বিবেচনায় বর্তমান সরকার চট্টগ্রামের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে কর্ণফুলীর তলদেশে ট্যানেল নির্মাণ, মীরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক জোন, ঘুনধুম পর্যন্ত রেল লাইন ও সড়ক সম্প্রসারণ, মহেশখালীর মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ বাস্তবায়িত হতে যাচ্ছে। এতে করে চট্টগ্রাম নগরী ওয়ান সিটি টু টাউনে পরিণত হবে। সে লক্ষ্যকে সামনে রেখে আবাসনের ক্ষেত্রে রিহ্যাবও আমাদেরকে পরিকল্পনাগুলো গ্রহণ করতে হবে। তিনি নগরীতে যেখানে চসিকের খালি জায়গা আছে সেখানে খেলার মাঠ ও শিশুপার্কসহ নগরবাসীর জন্য কি ধরনের বিনোদনমূলক প্রকল্প নেয়া যায় তা রিহ্যা নেতৃবৃন্দকে ভেবে দেখতে বলেন।
রিহ্যাব সভাপতি আবদুল কৈয়ূম চৌধুরী মেয়রের কাছে আবেদন জানিয়ে বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী আবাসন ব্যবসার ক্ষেত্রে রিহ্যাবের সদস্যপদ ও সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স নেয়া বাধ্যতামূলক। কিন্তু অনেক ব্যবসায়ী এই নিয়মনীতি আইনের আওতার বাইরে থেকে ব্যবসা পরিচালনা করছে। তিনি মেয়রের কাছে কর্পোরেশন যাতে এই ধরণের অবৈধ প্রতিষ্ঠান ও ব্যবসায়ীকে নতুন করে ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন না করে সে ব্যাপারে অনুরোধ জানান। এছাড়াও তারা সিটি কর্পোরেশনের উন্নয়ন কমিটিতে একজন রিহ্যাব প্রতিনিধি অর্ন্তভুক্তি, রিহ্যাবের সদস্যদের সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিষয়গুলো অনুমোদনের ক্ষেত্রে ওয়ান স্টপ সাভিস চালু, প্রকল্পের নির্মাণাধীন মাটি ও বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিদিষ্ট জায়গা নির্ধারণ করে দেয়া, দিনের বেলায় প্রকল্পের মালামাল পৌছাতে অনুমতি প্রদানের অনুরোধ জানান। মেয়র তাদের প্রস্তাবণা শুনে বলেন, চসিকের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব তা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

মশা নিধনে আজ থেকে শুরু হলো মাসব্যাপী বিশেষ অভিযান
চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়ায় তা রোধে আজ (২নভেম্বর) মঙ্গলবার থেকে চতুর্থ দফা বিশেষ মশক নিধন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর নির্দেশে গত ৫ আগস্ট থেকে মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম শুরু করা হয়, যা ধারাবাহিকভাবে চলছে।
এই বিশেষ মশক নিধন অভিযান আজ ২ নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়ে ১২ নভেম্বর শুক্রবার, ২২ নভেম্বর সোমবার ৪নং চান্দগাঁও, ৫নং মোহরা, ৯নং উত্তর পাহাড়তলী, ১০নং উত্তর কাট্টলী, ৮নং ষোলকবহর ওয়ার্ডে, ৩ নভেম্বর বুধবার, ১৩ নভেম্বর শনিবার ২৩ নভেম্বর মঙ্গলবার ১৩নং পাহাড়তলী, ১৬নং চকবাজার, ১৭নং পশ্চিম বাকলিয়া, ১৯নং দক্ষিণ বাকলিয়া, ৪নভেম্বর বৃহস্পতিবার, ১৪নভেম্বর রোববার, ২৪নভেম্বর বুধবার ৩০নং পূর্ব মাদারবাড়ি, ৩১নং আলকরণ, ১১নং দক্ষিণ কাট্টলী, ২৬নং উত্তর হালিশহর, ৫নভেম্বর শুক্রবার, ১৫নভেম্বর সোমবার, ২৫ নভেম্বর বৃহস্পতিবার ৬নং পূর্ব ষোলশহর, ৭নং পশ্চিম ষোলশহর, ৩৯নং দক্ষিণ হালিশহর, ৩৭নং হালিশহর মুনির নগর, ৬ নভেম্বর শনিবার, ১৬ নভেম্বর মঙ্গলবার, ২৬ নভেম্বর শুক্রবার ১৫নং বাগমনিরাম, ৩২নং আন্দরকিল্লা, ২১নং জামালখান, ২২নং এনায়েত বাজার, ৭ নভেম্বর রোববার, ১৭ নভেম্বর বুধবার, ২৭নভেম্বর শনিবার ২নং জালালাবাদ, ৩নং পাঁচলাইশ, ৩৩নং ফিরিঙ্গীবাজার, ৩৫নং বক্সিরহাট, ৮নভেম্বর সোমবার, ১৮নভেম্বর বৃহস্পতিবার, ২৮নভেম্বর রোববার ১৮নং পূর্ব বাকলিয়া, ২০নং দেওয়ান বাজার, ৩৪নং পাথরঘাটা, ১৪নং লালখান বাজার, ৯নভেম্বর মঙ্গলবার, ১৯নভেম্বর শুক্রবার, ২৯নভেম্বর সোমবার ৩৮নং দ. মধ্যম হালিশহর, ৩৬নং গোসাইডাঙ্গা, ৪নং উত্তর পতেঙ্গা, ৪১নং দক্ষিণ পতেঙ্গা, ১৩নভেম্বর, ২০ নভেম্বর শনিবার, ৩০ নভেম্বর মঙ্গলবার ১নং দক্ষিণ পাহাড়তলী, ২৮নং পাঠানটুলী, ২৭নং দক্ষিণ আগ্রাবাদ, ২৪নং উত্তর আগ্রাবাদ, ১১ নভেম্বর বৃহস্পতিবার, ২১নভেম্বর রোববার, ১ডিসেম্বর ২০২১ সোমবার ২৯নং পশ্চিম মাদারবাড়ি, ২৫নং রামপুর, ১২নং সরাইপাড়া ও ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডে চলবে। প্রতি ওয়ার্ডে ২৫জন করে স্প্রে ম্যান এই বিশেষ মশক নিধন কাজে নিয়োজিত থাকবে। কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তাগণ ওয়ার্ড পর্যায়ের দায়িত্বরত পরিচ্ছন্ন সুপারভাইজাররা এই কাজের তদারকি করবেন।