চবি ‘বি’ ইউনিটে পাস করেছে ৮৫৩৬ জন শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৮ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ২৮ দশমিক ৮১ শতাংশ।

শুক্রবার (২৯ অক্টোবর) ভোর রাত ৪টায় ‘বি’ ইউনিটের ফলাফল দেওয়া হয়। সহকারি প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে ‘বি’ ইউনিটে পরীক্ষায় ফেল করেছেন ২১ হাজার ৮৪ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৭১ দশমিক ১৯ শতাংশ। সর্বোচ্চ নাম্বার পেয়েছে ৮৬.৫। জিপিএ সহ সর্বোচ্চ নাম্বার পেয়েছে ১০৬.৫।

এর আগে বুধবার ও বৃহস্পতিবার (২৭, ২৮ অক্টোবর) তিন শিফটে নেওয়া হয় ‘বি’ ইউনিটের পরীক্ষা। পরীক্ষায় ৪২ হাজার ৬৬৮ জনের মধ্যে উপস্থিত ছিলেন ২৯ হাজার ৬২০ জন। অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৪৮ জন।

‘বি’ ইউনিটের কো-অর্ডিনেটর কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ চৌধুরী বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রাতে ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল দেওয়া হবে।