একাদশ বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বের ফলাফল প্রকাশিত

গত ২৭শে অক্টোবর (২০২১) বুধবার, রাত সাড়ে ৮ টায় জুম মিটিং এর মাধ্যমে একাদশ বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২০এর চূড়ান্ত পর্বের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বাংলাদেশ রসায়ন সমিতির প্রেসিডেন্ট সাবেক মুখ্য সচিব জনাব আবদুল করিম । চূড়ান্ত পর্বে সর্বমোট ৬৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। দেশব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় মেধা তালিকায় স্থান প্রাপ্ত ২০ জন হলো: (প্রথম থেকে বিশ জন পর্যন্ত) : প্রথম: রাদ শারার, রাজশাহী কলেজ; দ্বিতীয়: নিলয় কুমার মন্ডল, নটরডেম কলেজ; তৃতীয়: আবীর আহমেদ হাসনাইন, রাজশাহী কলেজ; চতুর্থ: দিগন্ত সাহা তীর্থ, নটরডেম কলেজ; পঞ্চম: আবরার ইয়াসির, নটরডেম কলেজ; ষষ্ঠ: নাবিহা তাহসিন, ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ; সপ্তম: মো. শামীম আহমেদ সবুজ, নটরডেম কলেজ; অষ্টম: অরিত্র দেবনাথ, স্কলারস্ হোম, সিলেট; নবম: রাফসান জামান, রাজশাহী ক্যাডেট কলেজ ও খালিদ আহসান তুহিন, নটরডেম কলেজ; দশম: মাহতির মুহাম্মদ লুৎফুল্লাহ, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল।একাদশ: শাম্স মোহাম্মদ আবরার, একাডেমিয়া স্কুল; দ্বাদশ: সায়েম তালুকদার রাফি, মির্জাপুর ক্যাডেট কলেজ; ত্রয়োদশ: পাপড়ি রহমান, হলিক্রস কলেজ, কাজী আরিফ শাহরিয়ার, রাজশাহী কলেড কলেজ ও অন্তরা লাবিবা লিথি, স্কুলারসহোম, সিলেট; চতুর্দশ: ফরহাদ আহমেদ, সেন্ট গ্রেগরিস হাইস্কুল এন্ড কলেজ; পঞ্চদশ: জোহায়ের মাহতাব, সিলেট ক্যাডেট কলেজ, গৌরব রায়, নটরডেম কলেজ, মোহাম্মদ আল-শোয়েব বিল্লাহ, গাইবান্ধা সরকারি কলেজ ও সাব্বির হোসেন শিশির, রাজশাহী কলেজ; ষোড়শ: জাহিদ হাসান মেহরাব, কুমিল্লা ক্যাডেট কলেজ; সপ্তদশ: রিজোয়ান মাহমুদ, রাজশাহী কলেজ; অষ্টাদশ: শাদ তাহমিদ, কুমিল্লা ক্যাডেট কলেজ ও দেব জ্যোতি ঘোষ অর্ণব, কুমিল্লা ক্যাডেট কলেজ; ঊনবিংশ: অভিষেক মজুমদার, বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ; বিংশ: মোহাম্মদ গোলাম রাব্বানী জিম, নটরডেম কলেজ। একাদশ/দ্বাদশ শ্রেণি এবং ও/এ লেভেল এর শিক্ষার্থীবৃন্দ, যাদের বয়স ০১লা জুলাই ২০২২ সালে ২০ (বিশ) বছরের কম, তারাই কেবল এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে। একাদশ/দ্বাদশ শ্রেণি এবং ও/এ লেভেল এর সিলেবাস (ফিজিকেল, ইনরগেনিক, অরগানিক, অ্যানালিটিকেল, বায়ো-কেমিস্ট্রি, স্প্যাকট্রোসকপি) এর আওতায় এমসিকিউ পদ্ধতিতে ৬০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে বিজয়ীদের বাছাই করা হয়। সারাদেশ থেকে এবার ২২৩৪ জন শিক্ষার্থী আবেদন করে এবং বাছাই শেষে ২০৭০ জন শিক্ষার্থী গত ২৭ই আগস্ট ২০২১ খ্রি এ প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করে, সেখান থেকে ৩০৪ জনকে চূড়ান্ত পর্বের পরীক্ষার জন্য বাছাই করা হয়। চূড়ান্ত পর্বের পরীক্ষায় ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। গত ৮ই অক্টোবর ২০২১ খ্রি. সকাল ১০:০০টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত চূড়ান্ত পর্বের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বমোট ৬৩ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়। উক্ত ৬৩ জনকে তিন পর্যায়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান প্রথম ধাপে ১০ জন এবং উক্ত ১০জন থেকে তত্বীয় ও ব্যাবহারিক পরীক্ষার মাধ্যমে ৪ জনকে বাছাই করে ২০২২ সালে আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে প্রেরণ করা হবে। সভার সভাপতি বাংলাদেশ রসায়ন সমিতির প্রেসিডেন্ট জনাব আবদুল করিম বলেন – চরম দুর্বিপাকে থেকেও দেশব্যাপী রসায়ন অলিম্পিয়াড সফলভাবে সম্পন্ন হলো, এটি আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। আমি সাংগঠনিক কমিটির সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, সকল প্রতিযোগী ও তাদের অভিভাবক, শিক্ষকদের অভিনন্দন জানাই। যারা সফল হয়েছো তাদের অধিকতর সাফল্য কামনা করি এবং আন্তরিক অভিনন্দন জানাই। আশাকরি তোমরা আন্তর্জাতিক অংগনে দেশের জন্য সাফল্য বয়ে আনবে। তিনি সফল অলিম্পিয়াড আয়োজনে আন্তরিক সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বাংলাদেশ রসায়ন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইকবাল রউফ মামুন বলেন- বিশ্ব অংগনের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমাদের সন্তানদের প্রয়োজনীয় সকল সুযোগ দিতে হবে উদারভাবে। সফল রসায়ন অলিম্পিয়াড আয়োজনের জন্য তিনি সাংগঠনিক কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বলেন- আমাদের সন্তানদের সম্ভাবনাকে বিকশিত করার জন্য দেশে রসায়ন গবেষণার ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত গবেষণাগার স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বিজয়ীদের অভিনন্দন জানান এবং তাদের উত্তোরত্তর সফলতা কামনা করেন। বাংলাদেশ রসায়ন সমিতির প্রেসিডেন্ট এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক কমিটির যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা, প্রফেসর ড. মুহাম্মদ ইদ্রিস আলি; রেজিস্ট্রেশন উপ-কমিটির কনভেনর ও চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেয়াজুল হক; কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও কো-কনভেনর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, পরীক্ষা উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. কনক কুমার বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট রসায়ন বিজ্ঞানী প্রফেসর ড. নিলুফার নাহার, বিশিষ্ট রসায়ন বিজ্ঞানী ও ৫৩তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াড ২০২১ এর বাংলাদেশ দলের প্রধান প্রফেসর ড. ওহাব খান, বাংলাদেশ রসায়ন সমিতির নির্বহী পরিষদের সদস্য ও সাংগঠনিক কমিটির কনভেনর প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন, আঞ্চলিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর নূরুল আনোয়ার প্রমুখ। বক্তাবৃন্দ বলেন, কভিড-১৯এর কারণে প্রতিযোগিতা অনলাইনে (ভার্চুয়াল) অনুষ্ঠিত হয়েছে। রসায়ন বিজ্ঞানে আগ্রহী তরুণদের মধ্যে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি ও যোগাযোগ সৃষ্টি, রসায়ন বিজ্ঞানের বিভিন্ন সমস্যাকে সৃজনশীলভাবে সমাধানের মাধ্যমে বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহকে উদ্দীপ্ত করা এবং দেশ ও বিদেশের প্রখ্যাত রসায়ন বিজ্ঞানীদের সাথে তরুণদের পরিচিত করানোর সুযোগ সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী রসায়ন অলিম্পিয়াডের আয়োজন করা হচেছ। প্রিলিমিনারি ও চূড়ান্ত পর্বের পরীক্ষায় অংশ্রগহণকারী সকলকে সনদ, মেধাতালিকায় স্থান প্রাপ্ত ও উত্তীর্ণ ঘোষিত সকলের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এছাড়াও জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের সেরাদের সনদ ও পুরস্কার প্রদান করা হবে। সাংগঠনিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন একাদশ বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।