১১০ কোটি ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে ইতিমধ্যে ২০ কোটি টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে বিভিন্ন দেশকে ইতিমধ্যেই ২০০ মিলিয়ন বা ২০ কোটি করোনাভাইরাস ভ্যাকসিনের ডোজ অনুদান বা উপহার হিসেবে বিতরণ করেছে যুক্তরাষ্ট্র। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ব্লিনকেন লিখেছেনঃ

“আমি এটা ঘোষণা করতে পেরে খুশি যে, যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে ২০০ মিলিয়ন (২০ কোটি) করোনা ভ্যাকসিনের ডোজ অনুদান হিসেবে বিতরণ করেছে। আমরা করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছি এবং অন্য যে কোন দেশের তুলনায় বেশি ভ্যাকসিনের ডোজ দান করতে পেরে গর্বিত”।

টুইটে তিনি একটি ছবিও পোস্ট করেন যাতে লেখা রয়েছে, “১১০ কোটি, দেখো ২০ কোটি দেয়া হয়ে গেছে”।

উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের পর কোভিড-১৯ ভার্চ্যুয়াল সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন উন্নয়নশীল ও নিম্ন আয়ের দেশগুলোকে বিনামূল্যে অতিরিক্ত আরো ৫০ কোটি ডোজ ভ্যাকসিন সহায়তার ঘোষণা দেন। তার আগেই যুক্তরাষ্ট্র বিনামূল্যে ৬০ কোটি ডোজ ভ্যাকসিন সহায়তার কথা জানিয়েছিল। ফলে বাইডেনের ওই ঘোষণায় যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন সহায়তার ঘোষণার পরিমাণ বেড়ে দাঁড়ায় ১১০ কোটি ডোজে।