হাতির আক্রমণে শিকারীর মৃত্যু, ভাগ করে খেল সিংহের পাল

হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর পর সিংহের পাল তার মৃতদেহ খেয়ে ফেলেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি গণ্ডার শিকার করতে সেখানে গিয়েছিলেন। এ ঘটনার পর পার্ক কর্তৃপক্ষ নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

গত মঙ্গলবার এ ঘটনার পর ওই ব্যক্তির সঙ্গে থাকা অন্যান্য শিকারীরা স্বজনদেরকে তা মৃত্যুসংবাদ জানায়।

পরে নিহতের স্বজনরা পার্কের রেঞ্জারদের ঘটনাটি জানালে তারা লাশ উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করে। অনেক খোঁজাখুজির পর রেঞ্জাররা বৃহস্পতিবার একটি মানব কঙ্কাল এবং একজোড়া ট্রাউজার খুঁজে পায়। খবর বিবিসির।

একই সঙ্গে দর্শণার্থীদের সতর্ক করে কর্তৃপক্ষ বলেছে, ক্রুগার ন্যাশনাল পার্কে অবৈধভাবে এবং পায়ে হেঁটে প্রবেশ করা বুদ্ধিমানের কাজ নয়। এটি খুবই বিপজ্জনক এবং এ ঘটনা তার জ্বলজ্যান্ত প্রমাণ।

গণ্ডারের শিং অত্যন্ত দামী হওয়ায় শিংয়ের লোভে শিকারীরা গণ্ডার হত্যা করে।