লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট এর উদ্যোগে খাবার বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট এর উদ্যোগে গত ১৫অক্টোবর জাকির হোসেন রোডস্থ চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন চত্বরে ৬০জন সুবিধাবঞ্চিত,অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মনীত জেলা গভর্নর লায়ন আল- সাদাত দোভাস এম জে এফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর সিরাজুল হক আনসারি এম জে এফ, ডিস্ট্রিক্ট কেবিনেট সেক্রেটারী লায়ন আশরাফুল আলম আরজু এম জে এফ, জিএসটি লায়ন লায়ন ওসমান গনি চৌধুরী এম জে এফ, কেবিনেট ট্রেজারার লায়ন আবুবক্কর সিদ্দিকী পি এম জে এফ, রিজিওন চেয়রপারসন -১১ লায়ন জাহানারা বেগম, জোন চেয়ারর্পাসন লায়ন হোমায়রা কবির চৌধুরী এবং ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জামাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন ক্লাব ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন আবেদা বেগম, সেক্রেটারি লায়ন মির্জা মোঃ ইলিয়াস, ক্লাব ট্রেজারার লায়ন শিপ্রা বডুয়া, লায়ন সিজারুল ইসলাম সিজার। লিও ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের সাবেক প্রেসিডেন্ট লিও খাবির উদ্দিন প্রভাত, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও মরিয়ম কুরাইশীসহ লিও ক্লাবের সদস্যবৃন্দ।