“তারুণ্যের ভাবনায় বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে ওমানে প্রবাসী বাংলাদেশী তরুণ ও যুব সমাজের কাছে বাংলাদেশ তথা মাতৃভূমি সম্পর্কে আগ্রহ তৈরীর উদ্দেশ্যে ওমানের মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের আহ্বানে বাংলাদেশ দূতাবাস মাস্কাট ও বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের যৌথ উদ্যোগে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে নিম্নোক্ত তিনটি বিষয় নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১. ভিশন-২০৪১ এবং বাংলাদেশের উন্নয়নের গতিধারা। ২. বঙ্গবন্ধু ও বাংলাদেশ। ৩. বাংলাদেশ: আপনার ভ্রমণের আগামী গন্তব্য। লেখা বাংলা বা ইংরেজীতে ১০০০ শব্দের মধ্যে হতে হবে। টাইপ এ-ফোর সাইজ পেপারে হতে হবে। লেখা পাঠানোর শেষ সময় ১৮ অক্টোবর ২০২১ ইং মধ্যে events.bdembasszmuscat@gmail.com এই মেইল এড্রেসে। বয়স ভিত্তিক এ এবং বি দুটি গ্রুপে এই রচনা প্রতিযোগিতা হবে। এ গ্রুপের বয়স সীমা ১৭ হতে ২১ বছর এবং বি গ্রুপের বয়স সীমা ২২ থেকে ২৭ বছর। একজন প্রতিযোগী চাইলে তিনটি বিষয়ে প্রতিযোগিতায় অঃশ গ্রগণ করতে পারবেন। আগামী ২৩ অক্টোবর ২০২১ শনিবার স্থানীয় একটি হোটেলে বর্ন্যাঢ্য অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করবেন মান্যবর রাষ্ট্রদূত জনাব মিজানুর রহমান। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা সোশ্যাল ক্লাবের কার্যকরী সদস্যবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি











