শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সাংবাদিক নেতা তপন চক্রবর্তী ও হাসান ফেরদৌসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাউজান প্রেস ক্লাব নেতৃবৃন্দ। ৪ অক্টোবর সোমবার রাউজান পৌরসভায় বাংলানিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী ও একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিনের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সাথে সৌজন্যে সাক্ষাতকালে ফুলেল শুভেচ্ছা জানান রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এম রমজান আলী, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, অর্থ সম্পাদক হাবিবুর রহমান।
সৌজন্যে সাক্ষাতকালে সাংবাদিক নেতা তপন চক্রবর্তী ও হাসান ফেরদৌস বলেন, রাউজান একটি সমৃদ্ধ জনপদ। এক সময় এই রাউজানের পরিচিতি ছিল সন্ত্রাসের জনপদ হিসেবে। সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর যোগ্য ও দক্ষ নেতৃত্বে এক সময়ের সন্ত্রাসের জনপদ আজ ফুলে-ফলে সুভাসিত। উন্নয়ন অগ্রযাত্রায় এই জনপদ এখন শহরে পরিণত হয়েছে। সাংসদ ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে বদলে যাওয়া রাউজানের চিত্র দেশের পাশাপাশি বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরে রাউজানের সাংবাদিকরা প্রশংসনীয় ভূমিকা রাখছে।
বাড়ি প্রতিষ্ঠান ও সংগঠন সাংবাদিক নেতা তপন চক্রবর্তী ও হাসান ফেরদৌসের সাথে রাউজান প্রেস ক্লাব নেতৃবৃন্দের...