অগ্রণী ব্যাংকের কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

অগ্রণী ব্যাংকের ২৫৮ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ৩৭৩ টাকার ঋণ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের ঘটনায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩ এপ্রিল) নগরের ডবলমুরিং থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. নেয়ামুল আহসান।

মামলার এজাহার অনুযায়ী আসামিরা হলেন-ম্যারিন ভেজিটেবল অয়েলের চেয়ারম্যান টিপু সুলতান, ব্যবস্থাপনা পরিচালক জহির আহমদ, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার শ্রীপদ চাকমা, সাবেক সিনিয়র অফিসার রমিজ উদ্দিন ও সাবেক উপ-মহা ব্যবস্থাপক বেলায়েত হোসেন।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন বলেন, ‘অগ্রণী ব্যাংকের ২৫৮ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ৩৭৩ টাকার ঋণ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. নেয়ামুল আহসান।’