শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলার ১৪টি ইউনিয়নের ১০ জন দফাদার, ১শত ৩জন গ্রাম পুলিশেকে নতুন পোষাক, জুতা, রেইন কোট, লাঠি, বেইস বিতরন করা হয় ।
২ এপ্রিল মঙ্গলবার দুপুরে রাউজান উপজেলা পরিষদ কার্যলয়ে গ্রাম পুলিশ ও দফাদারের মধ্যে এসব সামগ্রী বিতরন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা । এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহ্াজ¦ নুর মোহাম্মদ, গ্রাম পুলিশ ও দফাদারেরা নতুন পোষাক, জুতা, লাঠি, রেইন কোট পেয়ে আনন্দে আতর্œহারা হয়ে উঠে ।