রাউজানে গ্রাম পুলিশের মধ্যে পোষাক, লাঠি, রেইন কোট বিতরন

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলার ১৪টি ইউনিয়নের ১০ জন দফাদার, ১শত ৩জন গ্রাম পুলিশেকে নতুন পোষাক, জুতা, রেইন কোট, লাঠি, বেইস বিতরন করা হয় ।
২ এপ্রিল মঙ্গলবার দুপুরে রাউজান উপজেলা পরিষদ কার্যলয়ে গ্রাম পুলিশ ও দফাদারের মধ্যে এসব সামগ্রী বিতরন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা । এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহ্াজ¦ নুর মোহাম্মদ, গ্রাম পুলিশ ও দফাদারেরা নতুন পোষাক, জুতা, লাঠি, রেইন কোট পেয়ে আনন্দে আতর্œহারা হয়ে উঠে ।