সৌদি নেতৃত্বাধীন সামরিক ঘাঁটিতে হামলা: ৩০ সেনা নিহত

সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক ঘাঁটিতে বড় ধরণের হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে অন্তত ৩০ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬০ জন। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর এক মুখপাত্র এ খবর জানিয়েছেন। রোববারের ওই হামলাটি হয়েছে ইয়েমেনের সরকার নিয়ন্ত্রিত লাহিজ প্রদেশের আল-আনাদ সামরিক ঘাটিতে। ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে এই হামলা পরিচালনা করা হয়। মুখপাত্র আল-নাকিব জানান, প্রথমে একটি মিসাইল এসে ঘাটির প্রশিক্ষণ এলাকায় বিস্ফোরিত হয়। সেসময় কয়েক ডজন সেনা সেখানে প্রশিক্ষণ নিচ্ছিল।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আল-নাকিব।
আরও হামলার আশঙ্কা থেকে সেনারা বর্তমানে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, তারা ঘাটি থেকে একাধিক ভয়াবহ বিস্ফোরণ শুনতে পেয়েছেন। ধারণা করা হচ্ছে, হুতির অধীনে থাকা তাইজ শহর থেকে এই মিসাইল হামলা চালানো হয়েছে। একইসঙ্গে ড্রোনের মাধ্যমেও হামলা হয় সেখানে। হামলার পর এখন পর্যন্ত বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।