যাত্রা শুরু করলো অনলাইন পোর্টাল “চাটগাঁ সময়” ডটকম

যাত্রা শুরু করলো অনলাইন পোর্টাল ‘চাটগাঁ সময়’ ডটকম। রবিবার ৩১ মার্চ বিকেলে নগরীর মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে ‘চাটগাঁ সময়’ ডটকম অনলাইন পোর্টালের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনলাইন গণমাধ্যমকে এখন ছোট করে দেখার কোন অবকাশ নেই। বিশ্বব্যাপী মুহুর্তের খবর মুহূর্তে প্রচার করার জন্য অনলাইনে হচ্ছে একমাত্র মাধ্যম।সম্প্রতি বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু নাঈমের সাহসী পদক্ষেপকে মানবতাবাদী বলে আখ্যা দিয়ে প্রধান অতিথি বলেন, আজকে অনলাইন আছে বলেই শিশুর নাঈম তার যে সাহসিকতার পরিচয় দিয়েছে তা এখন বিশ্বব্যাপী সবাই জানে এটাই অনলাইনের কল্যাণ। বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ এর পদক্ষেপকে বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি। নিরপেক্ষতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের “চাটগাঁ সময়”ডটকম ভূমিকা রাখবে বলে তিনি আশা পোষণ করেন।মিথ্যে এবং ভিত্তিহীন সংবাদ পরিবেশনের মাধ্যমে কাউকে যেন নাজেহাল করা না হয় এবং সঠিক সংবাদ পরিবেশন করে সরকারের উন্নয়নের কথা তুলে ধরার জন্য বিশেষভাবে আহবান জানান মইনুদ্দিন খান বাদল।“চাটগাঁ সময়” পোর্টালের শুভ উদ্বোধন করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: আজিজুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাসদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্তী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল পত্রিকার জিএম সাংবাদিক সুজিত কুমার দাশ। আবৃত্তি সংগঠন ‘একুশ’ এর সদস্য স্নিগ্ধা শিকদার ও বিজয় চক্রবর্তী সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। ‘চাটগা সময়’ অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক এস.ডি.জীবন এর শুভেচ্ছা বক্তব্যের পর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি কিরণ শর্মা,মো: নুরুল কবির, জাসদ নেতা ইন্দুনন্দন দত্ত,আব্দুল লতিফ,লায়ন ডা.আর কে রুবেল,কাজী জিয়া উদ্দিন সোহেল,সজল দাশ,এম.সিরাজ উদ্দিন চৌধুরী, কবি জোসনা হক,লায়ন এইচ.এম.ওসমান সরওয়ার,খালেদ মাহমুদ চৌধুরী টুটুল, মো: খোরশেদ আলম,ডা. আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী, ডা. বেলাল হোসেন উদয়ন, ডা.অনুপ বিশ্বাস, ডা.স্বপন কুমার দাশ, ডা. তড়িৎ মহাজন সহ চাটগাঁ সময় অনলাইন পোর্টালের প্রতিনিধিবৃন্দ। বিজ্ঞপ্তি ।