দুঃস্থদের মাঝে হাটহাজারী বিদ্যুৎ কেন্দ্রের খাদ্য সামগ্রী বিতরণ

১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিদের্শনায় ২০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করলেন হাটহাজারী ১০০ মেঃওঃ পিকিং বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীগণ। হাটহাজারীস্থ হাটহাজারী ১০০ মেঃওঃ পিকিং বিদ্যুৎ কেন্দ্রে ১৮ আগস্ট বুধবার দুপুর ১২টায় এসব শুকনা খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত দোয়া মাহফিল ও আলোচনা সভা কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (সংরক্ষণ) সৈয়দ মোঃ ইরফানুল কিবরিয়ার সভাপতিত্বে ও কেন্দ্রের এল.ডি.এ মোঃ জামাল উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, হাটহাজারী ১০০ মেঃ ওঃ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী পরিচালক মোঃ সুফি আলম, উপবিভাগীয় প্রকৌশলী আফরোজা আকতার, উপবিভাগীয় প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, উপসহকারী প্রকৌশলী মোঃ শাহাদাত, উপসহকারী প্রকৌশলী অপূর্ব বিশ্বাস, সিবিএ নেতা মোস্তাক আহমেদ ভুঁইয়া, সিবিএ নেতা ভাষকর দে, স্থানীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান রাজু, নবযাত্রা ফাউন্ডেশনের মহাসচিব আবু মনছুর, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন, স্থানীয় যুবলীগ নেতা মোঃ আলমগীর হোসেন, শ্রমিক প্রতিনিধি কেশব চন্দ্র মজুমদার, আজাদ হোসেন, জয়নাল আবেদীন, আরিফুল ইসলাম প্রমুখ। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সংগ্রামী জীবন ও রাজনৈতিক দর্শনের উপর আলোচনা করেন উপস্থিতিগন ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের হাতে নির্মম ভাবে নিহত তিনি ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম। সভা শেষে ২ শত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে হাটহাজারী ১০০ মেঃওঃ পিকিং বিদ্যুৎ কেন্দ্র (বিউবো)’র পক্ষ থেকে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।