আনোয়ারা বেগম এর ইন্তেকাল

রাউজানের ডাবুয়া ইউনিয়নের খলিফা বাড়ি নিবাসী বিশিষ্ট সমাজসেবী ও ইউএই’র সাবেক সরকারি কর্মকর্তা মরহুম মো. সফিকুল আলম-এর মা আনোয়ারা বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে ১৩ মে, সোমবার, বিকেল ৪টায় তিনি নিজ বাড়িতে হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৩ কন্যা, ৪ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা আজ রাত দশটায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মরহুমা আনোয়ারা বেগম লেখক-সাংবাদিক শওকত বাঙালির দাদী শ্বাশুড়ি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব নেয়ামক দপ্তরে কর্মরত শাহীন আকতার তাহার দাদী।