আইপিএলে রোহিতের পর রাহানেকে বিশাল অংকের জরিমানা

চলমান চলমান আইপিএলে হারের বৃত্তে রাজস্থান রয়্যালস। রোববার চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হয়েছে তাদের। এ নিয়ে টানা তিন ম্যাচে হারল তারা।

মড়ার ওপর আবার খাঁড়ার ঘা। হারের পাশাপাশি বিশাল অংকের জরিমানা গুনতে হয়েছে রাজস্থান অধিনায়ক আজিঙ্কা রাহানেকে। স্লো ওভার রেটের কারণে তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

আইপিএলের তরফে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টুর্নামেন্টের নীতিমালার অধীনে এবারই প্রথম রাজস্থান এমন ভুল করল। তাই দলনায়ক রাহানেকে স্লো ওভার রেটের সর্বনিম্ন শাস্তি ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

এ নিয়ে চলতি আইপিএলে দ্বিতীয়বারের মতো কোনো অধিনায়ক জরিমানা গুনলেন। এর আগে কিংস কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে একই কারণে জরিমানা করা হয় মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক রোহিত শর্মাকে।

এবারের আইপিএলের শুরুটা মোটেও ভালো হয়নি রাজস্থানের। দলে বড় বড় তারকা ক্রিকেটার থাকলেও সেভাবে মেলে ধরতে পারছেন না তারা।

আগামী মঙ্গলবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে রাজস্থান। নিশ্চিতভাবে ওই দিন নিজেদের প্রথম জয়ের খোঁজে নামবে ২০০৮ সালের চ্যাম্পিয়নরা।

এদিকে আসরে নিজেদের প্রথম তিন ম্যাচের সবকটিতেই হেরেছে বেঙ্গালুরু। প্রথম জয়ের খোঁজে কোহলি বাহিনীও। হারের বৃত্তে রাজস্থান রয়্যালস। রোববার চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হয়েছে তাদের। এ নিয়ে টানা তিন ম্যাচে হারল তারা।

মড়ার ওপর আবার খাঁড়ার ঘা। হারের পাশাপাশি বিশাল অংকের জরিমানা গুনতে হয়েছে রাজস্থান অধিনায়ক আজিঙ্কা রাহানেকে। স্লো ওভার রেটের কারণে তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

আইপিএলের তরফে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টুর্নামেন্টের নীতিমালার অধীনে এবারই প্রথম রাজস্থান এমন ভুল করল। তাই দলনায়ক রাহানেকে স্লো ওভার রেটের সর্বনিম্ন শাস্তি ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

এ নিয়ে চলতি আইপিএলে দ্বিতীয়বারের মতো কোনো অধিনায়ক জরিমানা গুনলেন। এর আগে কিংস কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে একই কারণে জরিমানা করা হয় মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক রোহিত শর্মাকে।

এবারের আইপিএলের শুরুটা মোটেও ভালো হয়নি রাজস্থানের। দলে বড় বড় তারকা ক্রিকেটার থাকলেও সেভাবে মেলে ধরতে পারছেন না তারা।

আগামী মঙ্গলবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে রাজস্থান। নিশ্চিতভাবে ওই দিন নিজেদের প্রথম জয়ের খোঁজে নামবে ২০০৮ সালের চ্যাম্পিয়নরা।

এদিকে আসরে নিজেদের প্রথম তিন ম্যাচের সবকটিতেই হেরেছে বেঙ্গালুরু। প্রথম জয়ের খোঁজে কোহলি বাহিনীও।