চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশেষ আলোচনা সভা (ভার্চুয়াল)

১৫ আগস্ট ২০২১ ইং রবিবার রাত ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ভার্চুয়াল মাধ্যমে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি., বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী এম.পি. এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।
আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে যুক্ত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রফেসর ড. মুনতাসীর মামুন। সভায় স্বাগত বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস.এম মনিরুল হাসান এবং সঞ্চালকের দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেইজবুক পেইজে উক্ত ভার্চুয়াল আলোচনা সভাটি সরাসরি সম্প্রচারিত হবে।