রমেশ শীলের ৫২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

একুশে পদক প্রাপ্ত মাইজভা-ারী গানের অমর কথা শিল্পি কবিয়াল রমেশ শীলের ৫২তম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রমেশ পুত্র পুলিন বিহারী শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমন্বয়ক আল সিরাজ ভা-ারী, সদস্য সচিব মো. তাজুল ইসলম রাজু, ডা. বরুন কুমার আচার্য বলাই, রমেশ পরিবারের চিত্ত রঞ্জন শীল, নেপাল শীল, সুলাল শীল, কল্পতরু শীল, মৃণাল শীল, মাইকেল শীল, রনধীর শীল প্রমুখ।
আগামী ৬ এপ্রিল সমাধি প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলের প্রতিষ্ঠাতা প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। এতে সভাপতিত্ব করবেন দি পিপলস ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ও মাইজভা-ারী মরমী গোষ্ঠীর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল মোস্তফা।
বিশেষ অতিথি থাকবেন নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের সভাপতি, সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বীর মুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ জাফর সাদেক শাহ, আহল্লা দরবার শরীফের শাহজাদা আল্লামা মুফতি মাঈনুল ইসলাম জুনায়েদ, ও বোয়ালখালী পৌরসভার কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ।
এছাড়া রমেশ মরমি গোষ্ঠীর পরিবেশনায় রমেশ সংগীতানুষ্ঠান ও গ্রাম বাংলার লোকগাঁথা কাহিনী নিয়ে কবি গান পরিশেন করবেন খ্যাতিমান কবিয়ালগণ। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য রমেশ ভা-ারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।