১০ এপ্রিল নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। তবে সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার কারণে দেশটিতে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে।
আর তাই এই মুহূর্তে বাংলাদেশে দল পাঠাতে অনীহা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন নিউজিল্যান্ড যুব দলের বাংলাদেশ সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশে আসার কথা ছিল। তারা আমাদের জানিয়েছে সম্প্রতি সন্ত্রাসী হামলার মানসিক ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি। যে কারণে তারা এই মুহূর্তে সিরিজ খেলতে বাংলাদেশে আসতে আগ্রহী নয়।
উল্লেখ্য, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় অর্ধশত মুসল্লি নিহত হন। সেই মসজিদেই জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কিন্তু অল্পের জন্য সন্ত্রাসী হামলা থেকে প্রাণে বেঁচে যান ক্রিকেটাররা।
22 SHARES