ব্যারিস্টার মনোয়ার হোসেনের উদ্যোগে মুরাদপুরে করোনা প্রতিরোধ বুথ স্থাপন

ব্যারিস্টার মনোয়ার হোসেনের উদ্যোগে হেলাল আকবর চৌধুরীর সৌজন্যে চট্টগ্রামের মুরাদপুর জামে মসজিদে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে ।

১১ আগষ্ট চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের উদ্যোগে মুরাদপুর (বি) ইউনিট আওয়ামীলীগের সহযোগিতায় নগরীর মুরাদপুর শহীদ জানে আলম সড়কস্থ মুরাদপুর জামে মসজিদ প্রাঙ্গণে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এটির আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন মুরাদপুর ইউনিট আওয়ামীলীগ সভাপতি কফিল উদ্দিন খোকন, সমাজসেবী ছিদ্দিক আহমদ, সাহিত্যিক তসলিম খাঁ, শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মো. ফিরোজ, জয়নাল আবেদীন, জাকির আহমদ, জসিম উদ্দিন আহমেদ, শাহেদ মুরাদ, মুরাদপুর গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক নুরুল আজিম, মৌলানা আবুল কালাম, মৌলনা ছগির আহমেদ, সংগঠক কামাল উদ্দিন সোহেল ও মো. তারেক প্রমূখ।