বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত। ভেন্টিলেশনে আছেন, ভেন্টিলেশন খুললেই সরকার শেষ।
বুধবার (১১ আগস্ট) কেরানীগঞ্জের মির্জাপুরের বাসভবনে আয়োজিত করোনা প্রতিরোধে বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন ।
এ সময়ে কেরানীগঞ্জের শুভাড্যা, তেঘরিয়া, জিঞ্জিরা ও আগানগরসহ বিভিন্ন ইউনিয়নের জন্য অক্সিজেন সিলিন্ডার ও করোনার ওষুধ সামগ্রী বিতরণ করা হয়। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী করোনা হেল্প সেন্টার বাস্তবায়নের অংশ হিসেবে কেরানীগঞ্জ থানা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় গয়েশ্বর রায় বলেন, আওয়ামী লীগ নেতাদের লুটপাট করা টাকার ৫ শতাংশ খরচ করলে দেশের ভ্যাকসিনের সমস্যা সমাধান হয়ে যাবে।
সাম্প্রতিক সময়ে পরীমনিসহ বিভিন্ন মডেল গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে গয়েশ্বর রায় বলেন, পরীমনিরা সত্য কথা বললে সরকারের মন্ত্রীরা বোরকা মুড়ি দেওয়ার সময় পাবে না। এ সময় মিডিয়া তোষণ নীতি অবলম্বন করছে এমন অভিযোগ করেন বিএনপি নেতা গয়েশ্বর। তিনি বলেন, সরকারের তোষণ করছে বলে বর্তমান মিডিয়া জনগণ দেখে না।
মিডিয়া সঠিক দায়িত্ব পালন করতে পারছে না বলেও অভিযোগ করেন গয়েশ্বর। আওয়ামী লীগ নেতারা সর্বদা মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের অপর বক্তা বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই বলেই তারা জনগণকে নিয়ে ভাবছে না। সরকারের সঠিক পদক্ষেপের অভাবে দেশে শত শত মানুষ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে।
অনুষ্ঠানে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও নির্বাহী সদস্য নিপুণ রায় বক্তব্য দেন।
বিধি-নিষেধ তুলে নেওয়ার পর চট্টগ্রামে বেড়েছে গণপরিবহন। সেই সঙ্গে বেড়েছে জনসমাগমও।











