শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের ৫ দিন ব্যাপী খাবার বিতরণ কর্মসূচি

আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামীকাল ১১ আগস্ট বুধবার থেকে ১৫ আগস্ট রোববার পর্যন্ত ৫ দিন ব্যাপী নগরীর বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরণের কর্মসূচী ঘোষনা করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড। আগামীকাল ১১ আগস্ট বুধবার সকাল ১১টায় নগরীর দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে কর্মসূচীর উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
এ উপলক্ষে এক প্রস্তুতি সভা আজ ১০ আগস্ট ২০২১ ইংরেজি মঙ্গলবার বিকেল ৫টায় নগরীর দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ। সভায় মহানগর মুক্তিযোদ্ধা সংসদের অধীন বিভিন্ন থানা কমান্ডের কমান্ডার, ডেপুটি কমান্ডার, সহকারী কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। কর্মসূচী সফল করার জন্য মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ অনুরোধ জানিয়েছেন।