পাহাড় ধসে চবি কাটাপাহাড় সড়ক বন্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান সড়ক কাটাপাহাড় এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলে বিদ্যুতের কয়েকটি পিলার উপড়ে পড়েছে।
শুক্রবার (৩০ জুলাই) সকালে পাহাড় ধসের ঘটনা ঘটে বলে জানান প্রক্টর ড. রবিউল হাসান ভূইঞা।
তিনি বলেন, টানা তিনদিনের ভারি বর্ষণের ফলে মাটি নরম হয়ে সকালে কাটাপাহাড় সড়কে পাহাড়ের কিছু অংশ ধসে পড়ে। বিদ্যুতের তিনটি খুঁটি ভেঙ্গে গেছে এবং দুটি খুঁটি উপড়ে পড়েছে। এই মুহূর্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে সড়ক থেকে মাটি ও গাছপালা সরানোর কাজ চলছে। কাটাপাহাড় সড়কে চলাচল বন্ধ রয়েছে। আশা করি, দ্রুত চলাচল উপযোগী করে তোলা যাবে কাটাপাহাড় সড়ক।