লকডাউনে থেমে থেমে শ্রাবণের বৃষ্টি

মেঘাচ্ছন্ন আকাশ। থেমে থেমে শ্রাবণের বৃষ্টি।

সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। তবে, তা শুধু বাসায় থাকলেই। এই লকডাউনে বৃষ্টি মাথায় নিয়ে যারা ঘর থেকে বেরিয়েছেন পড়তে হয়েছে দুর্ভোগে। টানা দুই দিন ধরে থেমে থেমে বৃষ্টিতে জনজীবন যেন বিপর্যস্ত।
তবে, এমন বৃষ্টি আরও দুই একদিন থাকবে বলে জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ড. শহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মাঝারি ধরণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও দুই একদিন। তবে ঝড়ো হওয়া সম্ভাবনা না থাকায় আজ (রোববার) সকালে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এদিক, বৃষ্টির মধ্যেও লকডাউনে মাঠে ছিল ভ্রাম্যমাণ আদালত। কারণ ছাড়াই যারা বেরিয়েছেন তাদের পড়তে হয়েছে জবাবদিহিতার মুখে, গুনতে হয়েছে জরিমানা। তবে লকডাউনের তৃতীয় দিনে সড়কে যানবাহনের পরিমাণ ছিল অন্য দুইদিনের তুলনায় বেশি। ব্যাংক খোলা থাকায় অফিসগামীদের পড়তে হয়েছে দুর্ভোগে।