ভবঘুরে ও প্রতিবন্ধীদের রান্না করা মাংস বিতরণ করলেন ড. আকবর

ঈদ-উল আযহা উপলক্ষে চট্টগ্রাম নগরীর ভবঘুরে ও প্রতিবন্ধীদের মাঝে রান্না করা মাংস বিতরণ করলেন সামাজিক গবেষক ড. আকবর হোসাইন।

পবিত্র ঈদ-উল আযহার দিন (২১ জুলাই, বুধবার) দুপুরে চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে অর্ধশতাধিক ভবঘুরে ও মানসিক প্রতিবন্ধীর মাঝে রান্না করা কুরবানির মাংস, রুটি, ফিরনী ও পানি বিতরণ করেছেন সামাজিক গবেষক ও লেখক ড. আকবর হোসাইন। তিনি জানান, ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ- উল আযহা। এ দিন সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা পশু কুরবানির মাধ্যমে মহান স্রষ্টার সান্নিধ্য লাভ করেন। গরীব ও অসহায় আত্মীয়-স্বজনের মাঝে কুরবানির মাংস ভাগাভাগি করে আত্মত্যাগের তৃপ্তি লাভ করেন তারা। কিন্তু ভবঘুরে ও মানসিক প্রতিবন্ধীেদর ভাগ্যে কুরবানির এক টুকরা মাংস জুটেনা। ঈদের অানন্দ ভাগাভাগি করে নিতে মানবিক মুল্যবোধের অনন্য দৃষ্টান্ত বিবেচনায় এ উদ্যোগ নেয়া হয়েছে। ড. আকবর হোসাইন চট্টগ্রাম জেলা প্রশাসনে কর্মরত থেকে এ ধরণের মানবিক কর্মে এগিয়ে আসার উদ্দেশ্য হলো সমাজের বিত্তবান লোকদের দায়িত্ব ও কর্তব্যবোধ সম্পর্কে সচেতনতা ও উৎসাহ সৃষ্টি করা।