সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন

করোনাকালীন পরিস্হিতিতে টেলিভিশনে কর্মরত ভিডিও জার্নালিস্টদের মাঝে স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম । টিসিজেএ সভাপতি এনামুল হক এর সভাপতিত্বে, দিপঙ্কর দাস বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ মানবধিকার কমিশনের ডেপুটি গভর্নর লায়ন নবাব হোসেন ।এতে বক্তব্য রাখেন টিসিজেএ সহ সভাপতি আলী আকবর,প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল আলম মামুন,নির্বাহী সদস্য সাইমুল আল মুরাদ ,সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন,সিনিয়র সদস্য রনি দাস । অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, করোনাকালীন ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করছে টেলিভিশনে কর্মরত ক্যামেরা জার্নালিস্টসরা । প্রতিকূল পরিবেশ সকল পরিস্হিতিতে ফ্রন্ট লাইনার যোদ্ধা হিসেবে দেশ ও জাতির সামনে সচিত্র প্রতিবেদন প্রচার করে যাচ্ছেন। যে কোন পরিস্হিতিতে সাংবাদিকদের সুরক্ষিত রাখার প্রত্যয়ে টিসিজেএ সদস্যদের মাঝে স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী ও রেইন কোট বিতরণ কার্যক্রম প্রশংসিত উদ্যোগ। আগামীতে টিসিজেএ সকল কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি । এসময় টিসিজেএ নির্বাহী সদস্য অমিত দাস,নুর হাসিব ইফরাজ,সদস্য সুমন গোস্বামী, বাবুন পাল,হাসান উল্ল্যাহ, শীতল মল্লিক,আরশাদ আলী,আসাদুজ্জামান লিমন ,হারুন উর রশিদ, রনি গোমেজ,সাখাওয়াত হোসেন টিপু, নাজিম উদ্দিন,ইমরান ইমু, মো: মনছুর উপস্হিত ছিলেন ।