গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬০০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এনিয়ে চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৯৫৭ জন।
এদিন মৃত্যুবরণ করেছে ৫ জন।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৯৫৭টি। তবে এদিন অ্যান্টিজেন টেস্ট করা হয়নি চট্টগ্রামের কোনো ল্যাবে। নতুন আক্রান্তদের মধ্যে ৪৪৭ জন মহানগর এলাকা এবং ১৫৩ জন উপজেলা এলাকার বাসিন্দা। এদিন করোনায় সবচেয়ে বেশি ৩০ জন আক্রান্ত হয়েছে সীতাকুণ্ড উপজেলায়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ঈদুল আজহাকে ঘিরে সংক্রমণের হার আরও বাড়তে পারে। এক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।