করোনায় চট্টগ্রামে মারা গেছেন ৯ জন

গত ২৪ ঘণ্টায় ৮০২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন মারা গেছেন ৯ জন।

এর মধ্যে ৮ জন উপজেলার এবং ১ জন নগরের বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, এদিন নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৫৪৭টি। নতুন আক্রান্তদের মধ্যে ৪৫২ জন নগর এলাকার এবং ৩৫০ জন উপজেলা এলাকার বাসিন্দা।

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হাটহাজারী উপজেলায়, আক্রান্ত ৭৬ জন। এছাড়া লোহাগাড়ায় ৮ জন, সাতকানিয়ায় ১১ জন, বাঁশখালীতে ১৪ জন, আনোয়ারায় ৩ জন, চন্দনাইশে ১৫ জন, পটিয়ায় ২৬ জন, বোয়ালখালীতে ১৬ জন, রাঙ্গুনিয়ায় ৪৭ জন, রাউজানে ৩৩ জন, ফটিকছড়িতে ৩৯ জন, সীতাকুণ্ডে ১৩ জন, মিরসরাইয়ে ৩০ জন এবং সন্দ্বীপে ১৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনার সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত নগরে ৫২ হাজার ৮৭৫ জন এবং উপজেলায় ১৬ হাজার ৪৮২ জন সহ মোট ৬৯ হাজার ৩৫৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া নগরে ৫১২ জন এবং উপজেলায় ৩০৭ জন সহ মোট ৮১৯ জনের মৃত্যু হয়েছে