কম্পিউটার মেলা শুরু

চট্টগ্রামে আজ থেকে শুরু হচ্ছে কম্পিউটার মেলা।

নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ‘বিসিএস ডিজিটাল এক্সপো চট্টগ্রাম ২০১৯’। চার দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) চট্টগ্রাম শাখা। ৩১ মার্চ পর্যন্ত প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাসির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুস সালাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান মাহবুবুল আলম, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার, মহাসচিব মোশারফ হোসেন সুমন ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস।

১৫ হাজার বর্গফুটের এই প্রদর্শনীতে ১৭টি প্যাভেলিয়ন এবং ৬৫টি স্টলে হালনাগাদ সংস্করণের প্রযুক্তিপণ্য এবং ডিজিটাল জীবনধারাভিত্তিক পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বের নতুন সব আবিষ্কারের খোঁজ মিলবে। এতে অংশ নেয়া তথ্যপ্রযুক্তির দেশী-বিদেশী জনপ্রিয় ও বিখ্যাত ব্র্যান্ড, প্রস্তুতকারক, আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান সেসব পণ্য উপস্থাপন করছে।

মেলায় রয়েছে বিভিন্ন তথ্যপ্রযুক্তি পণ্যের বিশেষায়িত প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা।

এছাড়া ফ্রি ওয়াই ফাই ও গেইমিং জোন, সেমিনার, র‌্যাফেল ড্র ও মূল্যছাড়ে কেনাকাটার সুযোগ আছে।

প্রদর্শনীতে প্রবেশ মূল্য ১০ টাকা। স্কুল শিক্ষার্থী ও সাংবাদিকদের পরিচয়পত্র দেখানো সাপেক্ষে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে। এছাড়াও, মেলার বিক্রিত টিকেট নিয়ে সমাপনী দিনে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। এতে থাকবে বিভিন্ন উপহার।