বোয়ালখালীতে অগ্নি দুর্গত ২০ পরিবার পেলেন টাকা-টিন

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী সর্দ্দার পাড়ার
অগ্নি দুর্গত ২০ পরিবার পেয়েছেন নগদ টাকা, টিন, শাড়ি ও লুঙ্গি।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ মানবিক সহায়তা ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।

উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুন নাহার জানান, ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে নগদ ৭ হাজার টাকা করে মোট ১লাখ ৪০ হাজার টাকা, ২০ বান টিন এবং প্রত্যেক পরিবারকে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো.বেলাল হোসেন ও কাজল দে।