জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হলো না ক্রিকেটার তুষারের

নাহিদুল ইসলাম তুষার (৩০)। টাঙ্গাইল মির্জাপুরের গোড়াই ইউনিয়নের ভানুয়াবহ গ্রামের ইঞ্জিনিয়ার ইশহাক আলীর তিন ছেলের মধ্যে দ্বিতীয় তিনি। বাবার চাকরির সুবাধে দীর্ঘসময় ছিলেন মাগুরা সদরে। ক্রিকেট খেলতেন। ছিলেন মাগুরা জেলা ক্রিকেট টিমের সদস্য। নিয়মিত ঘরোয়া লীগে খেলা বাঁ হাতি পেসার তুষারকে লেফটি তুষার বলে ডাকতো তার বন্ধুরা। স্বপ্ন ছিল একদিন জাতীয় পর্যায়ে খেলবেন তুষার। কিন্তু বনানীর এফআর টাওয়ারের আগুনে তার সেই স্বপ্ন ভঙ্গ।
বনানীর আগুন কেড়ে নিয়েছে তার প্রাণ, তার ক্রিকেটীয় স্বপ্ন।

হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করা তুষার এফআর টাওয়ারের ১৪ তলায় এয়ার হ্যারিটেজ নামক একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিল। ব্যক্তি জীবনে বিবাহিত তুষার স্ত্রী নিয়ে থাকতেন ঢাকায়।

নিহত তুষারের আত্মীয় কামরুজ্জামান জানান, বনানীর এফআর টাওয়ারের অগ্নিকান্ডের সময় হাত দিয়ে গ্লাস ভেঙ্গে নিঃশ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করেছিল তুষার। কিন্তু শেষ রক্ষা হয়নি।

আজ ভোর ৩ টায় তার লাশ মির্জাপুরের পৈত্রিক বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। তারপর সকাল ১০ টায় সম্পন্ন হয় জানাজা।