রোহিঙ্গা ক্যাম্পে সোর্স সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, আটক ১০

কায়সার হামিদ মানিক,উখিয়া।
কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আইন শৃংখলা বাহিনীর সোর্স সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা । নিহত রোহিঙ্গা একই ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা আবু তালেবের ছেলে মোঃ শাকের(৪৫)।
মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পের বি ব্লক এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীদের হামলায় মাথায় আঘাতপ্রাপ্ত হলে তাকে ক্যাম্পের আভ্যন্তরীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ক্যাম্পের সাধারন রোহিঙ্গারা জানান, নিহত ব্যক্তি সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন শৃংখলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করতো, তাই রোহিঙ্গা সন্ত্রাসীরা তার উপর ক্ষিপ্ত ছিল। এর আগেও ডাকাত জকির বাহিনীর ভয়ে সে অনেকদিন পালিয়ে ছিল পরে জকির নিহত হলে সে ক্যাম্পে ফিরে আসে। তবে এইবার হামলাকারীরা সন্ত্রাসী সালমান শাহ বাহিনীর সদস্য ছিল বলে জানায় তারা।
নিহতের স্বজনরা জানান, ক্যাম্পের ডি ব্লকের মৃত জাফর আলমের ছেলে এনাম বেশ কিছুদিন ধরে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। সে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ সালমান শাহ বাহিনীর সদস্য হিসাবে পরিচিত ছিল।
১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, ক্যাম্পে অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ১০ জন রোহিঙ্গাকে আটক করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।