বিরোধী দলগুলোর মধ্যে বেশ তোড়জোড় চলছে। নতুন করে কর্নেল(অব.) অলি আহমদম ও রেজা কিবরিয়ার নেতুত্বে নতুন বিরোধী জোট গঠনেরও নানা গুঞ্জন শোনা যাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনো আড়াই বছর বাকি। এরই মধ্যে নতুন করে নির্বাচন নিয়ে ভাবতে শুরু করেছে সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলো।
বিশেষকরে এই জোটের নেতৃত্বে কে থাকবেন সে আলোচনা চলছে। বিরোধী জোটের সবচেয়ে সিনিয়র নেতা জিয়াউর রহমানের সহযোগী, বিএনপি আমলের মন্ত্রী, এলডিপির সভাপতি কর্নেল(অব.) অলি আহমদকে নিয়ে চলছে নানা গুঞ্জন। এ প্রসঙ্গে এক সময় অলি আহমদের বিশ্বস্ত সহযোগী, এলডিপি গঠনের কারিগর পরে অলি আহমদের দল থেকে বের হয়ে নতুন এলডিপি গঠন করে ওই দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন সেলিম। সেলিম বলেন, অলি আহমদকে দিয়ে কিছু হবে না।
রাজনীতিতে এখন তার কোনো গ্রহণযোগ্যতা নেই। নিজের দলেই লোক নেই। উনি একজন অন্তঃসারশূন এবং আত্মকেন্দ্রিক রাজনীতিবিদ, জোটের নেতৃত্ব দেবেন কীভাবে এদেশে সরকারের বিরুদ্ধে আন্দোলন বলেন আর নির্বাচন বলেন তা হতে হবে বিএনপির নেতৃত্বেই। এ ক্ষেত্রে তারেক রহমানের বিকল্প কেউ নেই।











