চট্টগ্রাম মহানগরীর ফুসফুস খ্যাত সিআরবি’তে হাসপাতাল কিংবা অন্য কোন স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে পরিবেশবাদী সংগঠনগুলোর জোট ‘গ্রিন অ্যালয়েন্স বাংলাদেশ’ এবং পরিবেশ-মানবাধিকার অন্দোলন-পমা ও বাংলাদেশ পরিবেশ ফোরাম আগামি ১৬ জুলাই শুক্রবার সকাল ১০টায় সিআরবি প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। এতে চট্টগ্রামের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশবাদী সংগঠন ও পরিবেশ-মানবাধিকার সচেতন নাগরিকবৃন্দ অংশগ্রহণ করবেন। চট্টগ্রামের ফুসফুস রক্ষার এ আয়োজনে আপনিও আমন্ত্রিত। স্থ্যবিধি মেনে আপনার সবান্ধব অংশগ্রহণে চট্টগ্রামের পরিবেশ-প্রকৃতি ও ঐতিহ্য সুরক্ষার কর্মসূচি সফল ও সার্থক হোক।











