ডুবে গেছে লাইটার জাহাজ

ভাসানচরের অদূরে বঙ্গোপসাগরে ডুবে থাকা একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ‘এমভি হ্যাং গ্যাং-১’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জাহাজটি পরিচালনা করছে মেসার্স জেড শিপিং লাইন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক মো. সেলিম জানান, এমভি হ্যাং গ্যাং-১ জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে গ্যাসলাইনের পাইপ নিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে জাহাজটির স্টিয়ারিং (সুকান) ফেল করায় একটি ডোবা জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। নাবিকরা আশপাশের নৌযানে নিরাপদে উঠতে সক্ষম হয়েছেন।

তিনি জানান, এর আগে ডুবে যাওয়া জাহাজের এলাকা চিহ্নিত করে গত ১১ জুলাই আমরা মার্কিং বয়া স্থাপন করেছিলাম যাতে নিরাপদে জাহাজ চলাচল করতে পারে। কিন্তু জাহাজটির স্টিয়ারিং ফেল করায় নিয়ন্ত্রণে রাখা যায়নি।

গত ১০ জুলাই সকালে হাতিয়া নতুন চ্যানেলের কাছে ডুবে থাকা বলগেটের সঙ্গে ধাক্কা লেগে ওই এলাকায় ডুবে যায় লাইটার জাহাজ ‘এমভি ফুলতলা-১’।