করোনায় মারা গেলেন চট্টগ্রামের কার্ডিওলজিস্ট ডা. মোস্তফা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ডা. এসএম মোস্তফা কামাল।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বিএসবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এরআগে তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। ডা. এসএম মোস্তফা একজন হৃদরোগ বিশেষজ্ঞ। এছাড়া বেসরকারি ইউএসটিসি হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধানও ছিলেন।











