প্রধানমন্ত্রী সবার জন্য টিকারব্যবস্থা করেছেন

বোয়ালখালীতে ৬২৫ পরিবারকে মানবিক সহায়তা প্রদানকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নুরুল আলম

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে মানবিক সহায়তা অংশ হিসেবে ৪২৫ পরিবারকে নগদ ১লাখ ১২ হাজার ৫শত টাকা এবং ২শত পরিবাকে খাদ্য সামগ্রী দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নুরুল আলম বলেন প্রধানমন্ত্রী সবার জন্য টিকারব্যবস্থা করেছেন,

সোমবার (১২ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর এ উপহার বিতরণ করা হয়।

বিতরণকালে ভার্চুয়ালি বক্তব্য রাখেন চট্টগ্রাম- ০৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।

এতে উপজেলা নিবার্হী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো.নুরুল আমিন চৌধুরী।

এদিকে লকডাউন কার্যকর ও স্বাস্থ্য বিধি প্রতিপালনে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন- ২০১৮ এর আওতায় ৬টি মামলায় ২হাজার ৬শত টাকা জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।