অরুণ দাশগুপ্তের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাংবাদিক ও কবি অরুণ দাশগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শোক বার্তায় প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে পটিয়ার ধলঘাট এলাকায় গ্রামের বাড়িতে সাংবাদিক ও কবি অরুণ দাশগুপ্ত মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে অরুণ দাশগুপ্তের বয়স হয়েছিল ৮৬ বছর।  অরুণ দাশগুপ্ত দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অরুণ দাশগুপ্তের জন্ম চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে ১৯৩৬ সালের ১ জানুয়ারি।