বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসকে মনোনয়ন বাইডেনের

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসকে মনোনীত করেছে হোয়াইট হাউস। মার্কিন সিনেটের অনুমোদন পাওয়ার পর বাংলাদেশে আর্ল মিলারের স্থলাভিষিক্ত হবেন পিটার হাস।

বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের রাষ্ট্রদূত মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতের জন্য এরিক গার্সেটি, চিলির জন্য বার্নাডেট মিহান, মোনাকোর জন্য ক্যাম্পবেল বাওয়ারকে মনোনয়ন দিয়েছেন তিনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল শুক্রবার এসব মনোনয়ন দেওয়া হয়েছে। এরপর এই মনোনয়ন চূড়ান্ত করবে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, পিটার হাস এখন ভারপ্রাপ্ত সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। দেশটির অর্থনীতি ও বাণিজ্যবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি। কূটনৈতিক হিসেবে ভারতের মুম্বাইসহ বিদেশের আরও চারটি মিশনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের হয়ে কাজ করেছেন পিটার হাস। ইংরেজির পাশাপাশি ফরাসি ও জার্মান ভাষায় দক্ষ হাস।