চরিত্রের গভীরতা বাড়ানোর জন্য

২০১৯ সালে অভিষেক চলচ্চিত্র ‘ন ডরাই’ এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সুনেরাহ বিনতে কামাল। এই অভিনেত্রী হাতে নিয়েছেন দ্বিতীয় চলচ্চিত্র। দীপংকর দীপনের নতুন সিনেমা ‘অন্তর্জাল’- এ সিয়ামের নায়িকা হিসেবে সুনেরাহ শুটিংও করেছেন ইতিমধ্যে। সিনেমায় রোবটপ্রেমী প্রিয়ম নামের এক তরুণীর চরিত্রে অভিনয় করছেন সুনেরাহ। তবে করোনার বাগড়ায় আপাতত সিনেমাটির শুটিং স্থগিত রয়েছে। শুটিং বন্ধ থাকলেও প্রস্তুতি থেমে নেই সুনেরাহসহ টিমের অন্য সদস্যদের। জানালেন যেহেতু শুটিং নেই তাই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করছেন। চরিত্রের গভীরতা বাড়ানোর জন্য অনলাইনে চলছে প্রস্তুতি।

ওয়ার্কশপ করছেন। সুনেরাহ মানবজমিনকে বলেন, শুটিং না থাকলেও নিজেকে প্রস্তুত করছি প্রতিনিয়ত। শুটিংয়ের কথা চিন্তা করছি না। আমার কাছে মনে হচ্ছে, মাঝখানে যতটুকু সময় পাচ্ছি সেটা আমার ও সবার জন্য একটা আশীর্বাদ। অনলাইন ওয়ার্কশপ চলছে। রোবোটিক্স নিয়ে পড়াশোনা করছি। চরিত্র নিয়েই গবেষণা করছি। আপাতত সিনেমাতেই পরিপূর্ণ মনোযোগ দেয়ার চেষ্টা করছি। আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা এই মূল ভাবনা থেকে নির্মিত হচ্ছে সাইবার থ্রিলার ‘অন্তর্জাল’। সুনেরাহ আরও বলেন, সিনেমটিতে আমার চরিত্রটি চ্যালেঞ্জিং। সিনেমার প্লটটি খুবই অন্যরকম, সেই সঙ্গে স্টোরি টেলিং খুব মজার। সুন্দরভাবে সিনেমার কাজ শেষ করাটাই লক্ষ্য। সেটা সম্ভবও হবে। কারণ আমরা একটা টিম হয়ে কাজ করছি। সবাই চেষ্টা করছেন একটা ভালো কিছু উপহার দেয়ার।