হাটহাজারী উপজেলার পৌরসভার মিয়াজীপাড়ায় পরিত্যক্ত দোকান থেকে মো. সাজ্জাদ (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ জুন) বিকেল ৪টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
মো.সাজ্জাদ ঐ এলাকার বাসিন্দা।
হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, ঘরে সঙ্গে লাগানো পরিত্যক্ত দোকান ছিল। পরিবারের সদস্যরা মরদেহ নিচে নামিয়ে রেখেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।











