শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ করোনার প্রার্দুভাবের কারনে সরকার ঘোষিত লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে চিকদাইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহারের ১লাখ টাকা ১শত জন কর্মহীন দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে বিতরন করা হয় । এছাড়া ও রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশে দরিদ্র পরিবারের সদস্যদের বাজার থেকে কম মুল্যে খাদ্য সামগ্রী বিক্রয় করা হচ্ছে চিকদাইর ইউনিয়নে । গতকাল ৫ জুলাই সোমবার সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত সময়ে চিকদাইর ইউনিয়নের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী ইউনিয়ন পরিষদ কার্যলয়ে এলাকার লোকজনের মধ্যে ন্যায্যমুল্যে খাদ্র সামগ্রী বিক্রয় করেন। এসময়ে আরো উপস্থিত ছিলেন চিকদাইর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর কবির চৌধুরী, হারুন কোম্পানী, যুবলীগ নেতা জাহেদুল ইসলাম প্রমুখ ।











