ঘর পেয়ে খুশি হলেও লকডাউনে মানবেতর জীবন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ভুমিহীন দরিদ্র পরিবারের সদস্যদের সরকারী খাসঁ জমিতে গৃহ নির্মান করে জমি সহ ঘর ভুমিহীন পরিবারের সদস্যদের মধ্যে প্রধান করে ভুমিহীন পরিবারের সদস্যদের পুনঃবাসন করা হয় । রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের এয়াসিন নগর, ডাবুয়া ইউনিয়নের ডাবুয়া, সুড়ঙ্গা, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের করিম নগর, পুর্ব রাউজান, রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, কদলপুর ইউনিয়নের জয়নগর বড়ুয়া পাড়া, পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়ার পাহাড়ী এলাকায় সরকারী খাসঁ জমিতে ৪শত ৮৮ জন ভুমিহীন পরিবারের সদস্যদের পুনঃবাসন করার জন্য আশ্রয়ন প্রকল্প নির্মান করা হয় । আশ্রয়ন প্রকল্পের মধ্যে প্রতিটি ভুমিহীন পরিবারকে ২শতক জমি সহ নির্মান করা ঘর দেওয়া হয় । আশ্রয়ন প্রকল্পে ঘর পেয়ে ভুমিহীন পরিবারের সদস্যরা খুশি । আশ্রয়ন প্রকল্পের মধ্যে নির্মান করা ঘরে ভুমিহীন পরিবারের সদস্যরা মাথা গোজার ঠাই পেয়ে পরিবার পরিজন নিয়ে খুশিতে বসবাস করছে । ভুমিহীন পরিবারের সদস্যরা ঘর ফেয়ে খুশি হলে ও করোনার প্রার্দুভাব ঠেকাতে সরকার ঘোষিত কড়া লকডাউন ঘোষনার পর আশ্রয়ন প্রকল্পের মধ্যে বসবাসকারী ভুমিহীন পরিবারের যে সব সদস্য দিনমজুর, সিএনজি অটো রিক্সা চালক, ভিক্ষুক, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানের কর্মচারী তারা কর্মহীন হয়ে পড়েছে । আশ্রয়ন প্রকল্পের মধ্যে বসবাসকারী ভুমিহীন পরিবারের সদস্যরা কর্মহীন হয়ে পড়ায় পরিবার পরিজন নিয়ে কষ্টের মধ্যে জীবনযাপন করছেন । হলদিয়া ইউনিয়নের ধইল্যা টিলায় নির্মান কারী আশ্রয়ন প্রকল্পের মধ্যে ঘর পাওয়া শাহানাজ আকতার সহ কয়েকজন ভুমিহীন পরিবারের সদস্যরা বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর ও জমি পেয়ে আমরা খুশি । ঘর দেওয়ায় আমরা পরিবার পরিজন নিয়ে মাথা গোজাঁর ঠাই পেয়েছি । লকডাউনের কারনে আমারা কর্মহীন হয়ে পড়েছি । একারনে অভাবের মধ্যে পরিবার পরিজন নিয়ে কষ্টের মধ্যে দিনযাপন করছি ।আশ্রয়ন প্রকল্পের বাসিন্দ্বারা সরকারের দেওয়া কোন টাা ও খাদ্য সহায়তা পায়নি বলে জানান । এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের কাছে ফোন করে জানতে চাইলে, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, আশ্রয়ন প্রকল্প যে সব ইউনিয়ন ও পৌর এলাকায় নির্মান করা হয়েছে, সে সব এলাকার ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলারদের নির্দেশ দেওয়া হয়েছে সরকারী সহায়তার টাকা ও খাদ্য সামগ্রী আশ্রয়ন প্রকল্পের বাসিন্দ্বাদের অগ্রধিকার হিসাবে সহায়তা করার জন্য । আশ্রয়ন প্রকল্পে পুনঃবাসন কারী ভুমিহীন পরিবারের সদস্যদের জন্য পৃথক ভাবে সহায়তা করার জন্য কোন বরাদ্ব আসেনি ।