নিরাপদ সড়ক আন্দালনের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আজ বেলা সোয়া ১১টার দিকে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ বেশ কয়েকটি বিশ^বিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে বৈঠকে মেয়র আতিকুল ইসলাম ছাড়াও রয়েছেন, বিআরটিএ-এর চেয়ারম্যান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীসহ সড়ক সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত ১৯ শে মার্চ বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী সুপ্রভাত বাসচাপায় নিহত হওয়ার পর নিরাপদ সড়কের লক্ষ্যে ৮ দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। টানা তিনদিন আন্দোলন চলার পর সমস্যা সমাধানে এক সপ্তাহ সময় চেয়ে নেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আজ বেঁধে দেয়া ওই সময়ের শেষ দিন। এ উপলক্ষ্যে দাবির অগ্রগতি নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।