বোয়ালখালীতে ২১ কেন্দ্রের ফল বাতিলের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনের ২১টি কেন্দ্রের ফল বাতিল করে পুন: নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ বুধবার বিকেল ৪টায় উপজেলা পরিষদের সামনে বোয়ালখালী নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর সভাপতিত্বে সর্বস্তরের মানুষজন অংশ গ্রহণ করেন।
মানব বন্ধনে বক্তব্য রাখেন, স্বতন্ত্র প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, উপজেলা আওয়ামী লীগ (একাংশের) সভাপতি মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সাবেক উপজেলা বিআরডিবি চেয়ারম্যান নুরুল আলম সওদাগর, ভাইস চেয়ারম্যান প্রার্থী সাহিদা আক্তার শেফু, সূপর্ণা ভঞ্জ, মো. সেলিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা এমএস আলম, জসিম উদ্দিন, বিশ্বজিৎ চৌধুরী, জেলা স্বেচ্ছা সেবক লীগ নেতা রিয়াদ হোসেন, মিজানুর রহমান টিপু, মো. সরওয়ার, কুতুব উদ্দিন আল আজাদ, মনজুর মোরশেদ ও এরশাদ।
ছাত্র নেতা মামুনুর রশীদের পরিচালনায় বক্তারা বলেন, গত ২৪ মার্চ উপজেলা নির্বাচনের ৭৭টি ভোট কেন্দ্রের মধ্যে ২১টি কেন্দ্রে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদের নির্দেশে ও স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় দখল করে নুরুল আলম গংদের বিজয়ী করা হয়েছে।
এ নির্বাচনে ভোট ডাকাতদের বোয়ালখালীবাসী প্রত্যাখান করেছে জানিয়ে বক্তারা বলেন, এসব কেন্দ্রের ফলাফল বাতিল করে অবিলম্বে পুনরায় নির্বাচন দিতে হবে। অন্যথায় বোয়ালখালীর মানুষ ভোট ডাকাতদের কঠোর কর্মসূচির মাধ্যমে প্রতিরোধ করবে।
স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের সুজন বলেন, ভোট ডাকাতি মাধ্যমে ফলাফল পরিবর্তনকারীদের ঘৃণা ও নিন্দা জানিয়ে ২১ কেন্দ্রের ফলাফল প্রত্যাখান করছি। বোয়ালখালীবাসীর ওপর আস্থা না থাকায় তারা ভোট ডাকাতির মাধ্যমে ২১টি কেন্দ্রের ১৬হাজার ৮৮৫জন ভোটারের ভোটাধিকার হরণ করেছে। এ অধিকার ফিরিয়ে দিতে হবে। নয়তো হরতাল, ঘেরাও কর্মসূচিসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বোয়ালখালীবাসী।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর প্রদক্ষিণ করে।

Hits: 19