ওমানে হাটহাজারীর প্রবাসী মরহুম জাহেদ চৌধুরীর দাফন সম্পন্ন !

মো. আলাউদ্দীনঃ করোনা আক্রান্ত হয়ে মধ্য প্রচ্যের দেশ ওমানে মারা যাওয়া চট্টগ্রাম সমিতি ওমান এর প্রচার সম্পাদক (সাবেক) হাটহাজারীর প্রবাসী মরহুম জাহেদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (২৮ জুন) বিকাল প্রায় সাড়ে তিনটার দিকে ওমানের রাজধানী মাস্কাটের আল আমরাত করবস্থানে জানাযা নামাজ তাকে দাফন করা হয়। জানা যায়, হাটহাজারী উপজেলার ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়নের লাল মোহাম্মদ চৌধুরী পাড়ার আবদুল কাদের চৌধুরী বাড়ির মরহুম কামাল উদ্দীন চৌধুরীর সন্তান চট্টগ্রাম সমিতি ওমানের প্রচার সম্পাদক ওমান প্রবাসী জাহেদ চৌধুরী(৪৯)করোনা আক্রান্ত হয়ে গত ২৬ জুন শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে ওমানের আল হুদ অঞ্চলের বদর আল সামা নামক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সহ আত্মীয় স্বজন এবং অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ওমান সরকারের নিয়ম অনুযায়ী করোন আক্রান্ত হয়ে মারা যাওয়া কোনো ব্যক্তির লাশ নিজ দেশে নেয়ার নিয়ম না থাকায় ওমান সরকারের নিয়মঅনুযায়ী ওমানেই তাকে দাফন করা হয়েছে। চট্টগ্রাম সমিতির ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপি রেমিট্যান্স যোদ্ধা মরহুম জাহেদ চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সকলের প্রতি রেমিটেন্স যোদ্ধা মরহুম জাহেদ চৌধুরী কে মহান আল্লাহ যেন জান্নাত দান করেন সেই দোয়া করার অনুরোধ জানান। উল্লেখ্য, বর্তমানে ওমানে করোনায় আক্রান্ত এবং মৃত্যুহার আশংকাজনকহারে বৃদ্ধি পেয়েছে। গতকাল ২৮ জুন পর্যন্ত ওমানে সর্বমোট আক্রান্তের সংখ্যা ছিলো ২৬৪৩০২ জন এবং মৃত্যু ৩০১৩ জন।