চট্টগ্রাম নগরের ২১ নং জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ ৩ নং ইউনিটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
রবিবার (২৭ জুন) বিকেল পাঁচটায় “গাছ লাগান, নিজে বাঁচুন, পরিবেশ বাঁচান ! এই শ্লোগানকে ধারণ করে আসকার দিঘীর পাড় সবুজ চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত বনজ ফলজ ভেষজ চারা গাছ রোপনের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাশেম বাবুল, সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দুল আলম, ইউনিট সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বাবুল দেব রায়, ওয়ার্ড ও ইউনিটের সম্পাদকমণ্ডলীর সদস্য মোঃ জাহাঙ্গীর মোস্তফা, নবুয়ত আরা সিদ্দিকা রকি, জাফরিন সুলতানা পম্পী, সুভাষ দেব, কাঞ্চন চৌধুরী, যুবলীগ নেতা পিংকু দেব রায়, মোস্তফা কামাল বাবলু, জিয়া আবেদীন হাসান জাবেদ, সিজার বড়ুয়া, মো. শফিকুল ইসলাম, মো. হায়দার, মো. মোসাদ্দেক আহমেদ মিঠু প্রমুখ।











