সুশিক্ষায় শিক্ষিত হয়ে ছাত্রছাত্রীদের দেশ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শাহাদাত হোসেন

: চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও হলি ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন বলেছেন, আজ যারা ছাত্র, আগামী দিনে তারাই এ দেশের নেতৃত্ব দেবে। এ জন্য তাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের আগে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এরপর রাজনীতির চর্চা। আজ সোমবার দুপুরে হলি ফ্লাওয়ার স্কুল কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত এসব কথা বলেন। ডা. শাহাদাত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘জীবনকে বিকশিত করতে হলে নিজেকে শিক্ষায় বিকশিত করতে হবে। আদর্শ জাতি গড়তে হলে শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই। সে শিক্ষা হতে হবে সুশিক্ষা, সে শিক্ষা হতে হবে নৈতিকতা সমৃদ্ধ ও মূল্যবোধ সমৃদ্ধ। যে শিক্ষা অবক্ষয়ের দিকে নিয়ে যায়, সে শিক্ষা শিক্ষা নয়।’ ডা. শাহাদাত আরও বলেন, পুথিগত বিদ্যার পাশাপাশি কারীগরী শিক্ষায় শিক্ষিত হতে হবে।
প্রতিষ্ঠানের উপদেষ্টা মোবারক আহমদের সভাপতিত্বে ও শিক্ষিকা হুরমতুন্নেছা উর্মির এবং সিনিয়র শিক্ষক মহিউদ্দিন রনির সঞ্চালনায় প্রধান বক্তারা বক্তব্য রাখেন, চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব জাবেদ মুরাদ, বক্তব্য রাখেন আবু শাহ আলম, গাজী মো. মুরাদ, আবদুল হান্নান, জাহ্ঙ্গাীর সেলিম এবং মনসুর আলী প্রমুখ নেতৃবৃন্দ।

1

0

0

0