কালুরঘাট রিং রোড প্রকল্পে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

কালুরঘাট থেকে চাক্তাই খালের মুখ পর্যন্ত আউটার রিং রোড নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)।

সোমবার (২৫ মার্চ) সিডিএ কনফারেন্স রুমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে চেক তুলে দেন চেয়ারম্যান আবদুচ ছালাম।

এ সময় সিডিএ চেয়ারম্যান বলেন, জলোচ্ছ্বাস ও যানজট মুক্ত নগর গড়তে নিজেদের জায়গা ছেড়ে দিয়েছেন আপনারা। আপনাদের সহযোগিতা চট্টগ্রামবাসী মনে রাখবে।

আবদুচ ছালাম বলেন, আউটার রিং রোড ও বাইপাস সড়ক চালু হলে কাপ্তাই, রাঙ্গুনীয়া এবং বোয়ালখালী থেকে আসা যানবাহন স্বল্প সময়ে এয়ারপোর্ট, পতেঙ্গা এলাকায় যেতে পারবে। পাশাপাশি বেড়িবাঁধের কারণে বন্যা ও জলোচ্ছ্বাস থেকে শহর রক্ষা পাবে।

ইতোমধ্যে এ প্রকল্পের আওতায় প্রায় বিশ কোটি টাকা চেকের মাধ্যমে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদেরকে প্রদান করা হয়েছে বলে সিডিএ চেয়ারম্যান জানান।

এ সময় সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন