শিশু শ্রম বন্ধে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে

অর্থনীতি বিভাগের সেমিনারে চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের উদ্যোগে ‘ঈযরষফ খধনড়ঁৎ রহ ঃযব উৎরবফ ঋরংয ঝবপঃড়ৎ রহ ঈড়ী’ং ইধুধৎ’ শীর্ষক দিনব্যাপি সেমিনার ৩ জুন সমাজ বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে এবং চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। সেমিনারে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন। মাননীয় উপাচার্য তাঁর ভাষণে অর্থনীতি বিভাগের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজন করায় আয়োজকবৃন্দ সহ উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান এবং গবেষক দলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, শিশু শ্রম বিশ্ব ব্যাপি একটি মারাত্মক সমস্যা। বিশেষকরে এশিয়ার বিভিন্ন দেশগুলোসহ বিশ্বের অনুন্নত ও স্বল্পোন্নত দেশ গুলোতে এটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে একদিকে শিশুরা যেমন ঝুঁকির মধ্যে পড়ছে, অন্যদিকে যথাযথ শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। মাননীয় উপাচার্য এ কাজের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের মানবিক দিক বিবেচনা করে শিশু শ্রম বন্ধ করতে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, আজকের শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে সঠিক পরিচর্যা ও যথাযথ শিক্ষার আলো দিয়ে দেশের সম্পদে পরিণত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। ঝুঁঁকিপূর্ণ এলাকা যেমন- উপকূলীয় অঞ্চল, কলকারখানা ও প্রভৃতি প্রতিষ্ঠানসহ দেশের সকল অঞ্চলে শিশুদের দিয়ে শ্রমিকের কাজ করানো আইনত শাস্তিযোগ্য অপরাধ। মাননীয় উপাচার্য আজকের সেমিনারে বিজ্ঞ আলোচকবৃন্দের আলোচনা-পর্যালোচনা ও সুপারিশের মাধ্যমে শিশু শ্রম বন্ধে এবং বিকল্প উপায়ের সঠিক দিক নির্দেশনা বেরিয়ে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সেমিনারে গবেষণা দলের প্রিন্সিপাল রিচার্সার ও ডেপুটি টিম লিডার চবি অর্থনীতি বিভাগের প্রফেসর জনাব মোহাম্মদ নূর নবী’র সঞ্চালনায় সেমিনারে গবেষণা দলের টিম লিডার অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন, প্রিন্সিপাল টিম লিডার প্রফেসর ড. মুহাম্মদ তারিকুল হাসান চৌধুরী, প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন মজুমদার, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর এস.এম. মনিরুল হাসান এবং আইন বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শাহীন চৌধুরী গবেষণার বিভিন্ন দিকগুলো আলোপাত করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক-গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউএস ডিপার্টমেন্ট অব লেবার এর আর্থিক সহায়তায় এবং উইনরক ইন্টারন্যাশনাল এর সার্বিক সহযোগিতায় উক্ত গবেষণা কার্যক্রম পরিচালিত হয়।